মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন
রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,সাপমারা ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, হরিরামপুর ইউপি চেয়ারম্যান সাজু বিডিয়ার,মৎস্যচাষী তারিক রিফাত প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্য চাষী জাকির হোসেনসহ ৩জনকে সন্মানোনা প্রদান করা হয়। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি মাছের পোনা অবমুক্ত করেন