মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:১১ অপরাহ্ন
মোহাম্মদ মুনতাসীর মামুন
গলাচিপা প্রতিনিধি
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া বাজারের পাশ্বে গত রবিবার গলাচিপা থেকে কলাগাছিয়া চলাচলের সড়কটি স্রোতের কবলে পড়ে ভেঙ্গে যায়।এখন এ পাশের গাড়ী ও পাশে যাতায়াত করা সম্পূর্ন বন্দ।সাধারন মানুষ চলাচল করছে সাকোড় মাধ্যমে। সড়কটি ভেঙ্গে যাত্রী,সাধারন মানুষ ও কৃষকদের ভোগান্তির আর শেষ নেই।কৃষকদের আবাদী জমি পানিতে ভরপুর হওয়ায় গত বুধবার রাতে কৃষকরা একটা বেরিবাধ দেন।বেরিবাধের ফলে পানি আসা যাওয়া বন্ধ হলেও গাড়ী চলাচল ব্যাহত রয়েছে।কিছু কিছু সময় শুধু হোন্ডা চলাচল করছে।এদিকে সড়ক ভাঙ্গার ১ দিন পর একটি হোন্ডা দ্রুত গতিতে এসে ঐ খাদায় পড়ে ড্রাইবার সহ ১জন আহত হন।এলাকাবাসী ও গাড়ীওয়ালাদের এখন দাবি এ রাস্তা যেন দ্রুত সংষ্কার করে গাড়ী চলার ব্যাবস্হা করা হয়।