মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৩৯ অপরাহ্ন
ডি.সি রাকিব: স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল শনিবার রাত থেকে এখনো অবধি কোন মামলা হয়নি। গত শুক্রবার রাত ৮টার দিকে দিঘলিয়া উপজেলা নগরঘাটা এলাকায় হামলায় আহত আওয়ামী লীগ নেতা জামালসহ আহতরা সুস্থ রয়েছেন। তবে জামালের গাড়ির চালক জুয়েল হাওলাদার এখনো পুরোপুরি সুস্থ হননি।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে জানান জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল ।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যার দিকে ৫/৬টি মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় ২০/৩০ জনের মত একদল লোক তাদের গাড়ি বহরে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল সহ ২টি মাইক্রো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।