শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৪৯ অপরাহ্ন
হেলাল শেখঃ
ঢাকার আশুলিয়ার মরাগাং এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাড ভ্যান এর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে পুলিশ জানায়।
২ জুলাই, সোমবার বিকেলে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন গ্রুপের কার্ভাড ভ্যানটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসেন।
নিহতের নাম মিরাজুল ইসলাম, সে শারমিন গ্রুপের কাভার্ড ভ্যান এর হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায় বলে জানা যায়।
পুলিশ জানান, বাইপাইল থেকে আব্দুল্লাপুরগামী বাসকে ওভারটেকিং করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে কাভার্ড ভ্যান এর ড্রাইভার ও হেলপার গুরুতর ভাবে জখম হন। পরে তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত বলে ঘোষনা করেন এবং ড্রাইভারের অবস্থা আশঙ্খা জনক।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পযন্ত এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েররে প্রস্তুতি চলেছে ।