বুধবার, ১৮ মে ২০২২, ০৯:১২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে নতুন বিদ্যুৎ সংযোগ ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বালাপাড়া এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ ও একই ইউনিয়নের পল্টন নামক এলাকায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য,সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সা: সম্পাদক ও রাজাগাঁ ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন,
সদর উপজেলা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সরদার, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত বর্মন,জেলা ছাত্রলীগের সা: সম্পাদক সানোয়ার পারভেজ পুলক সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।