মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি ॥ স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়ার কালাম ওরফে কালুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। হেন অপরাধ নেই যা না করছে কালু। মাদক সেবন, মাদক বিক্রি, মাতাল হয়ে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, স্কুল কলেজগামী ছাত্রীদের উত্যাক্ত করা, চুরি, নারী কেলেংকারীসহ বিভিন্ন প্রকার অপরাধের সঙ্গে জড়িত কালুর হাত থেকে বাঁচতে ইউএনও বরাবরে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কালুর নির্যাতনের শিকার ওই এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়া বলেন, কালু গত কয়েক বছর ধরে মাদক সেবন করে আসছে পাশাপাশি এলাকার উঠতি কিশোর ও যুবকদেরকে মাদক সেবনে আসক্ত করে তাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে। মাদকের টাকা যোগাড় করতে গিয়ে কালু তার মোটর সাইকেল বিক্রি করে দিয়েছে। এর পর থেকে সে মাদকের টাকার জন্য বিভিন্ন সময় এলাকার বিভিন্ন ঘর থেকে জিনিশপত্র চুরি করে । কিছুদিন পূর্বে তার ছেলে রিপনের মোটর সাইকেলটিও কালু চুরি করে নিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। কালুর নির্যাতনের শিকার ওই এলাকার আব্দুল জব্বার জানান, কালু প্রায় মানুষের কাছে টাকা চায়। জব্বার জানান, কালু তার মেয়েকে স্কুলে যাওয়া আশার পথে নানাভাবে উত্যক্ত করে এবং অপহরনের হুমকি দেয়। জব্বার এর প্রতিবাদ করলে কালু তাকে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে ওই এলাকার ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ঘটনাস’লে গেলে কালু তাকেও মারধর করে। এছাড়াও কালুর দ্বারা ওই এলাকার বাসিন্দা রাবেয়া, কাজল, আল আমিন, হৃদয়, রেশমা. বাবুল, হারুন অর রশিদ, মনির ও রাসেলসহ বহু লোকজন নির্যাতনে শিকার হয়েছেন। এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বলেন কালু সম্পর্কে বলে শেষ করা যাবে না। এলাকার মানুষ ও চেয়ারম্যান সাহেবও বহু চেষ্টা করেছেন, কোন ফল হয়না। পুলিশকে বার বার জানানো হলেও কোন ব্যবস’া না নেওয়ায় মানুষ আতংকে রযেছে। কালু উরিবুনিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
ইউএনও আবু সাঈদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন-পূর্বক ব্যবস’া গ্রহনের জন্য অভিযোগটি থানায় প্রেরন করা হয়েছে। ওসি কেএম তারিকুল ইসলাম বলেন ইউএনও সাহেবের পাঠানো দরখাস- পেয়েছেন। দ্রুতই ব্যবস’া নেওয়া হবে। এ ব্যাপারে পিরোজপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) কাজী শাহনেওয়াজ বলেন, মাদকের সাথে যেই জড়িত হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস’া গ্রহন করা হবে।