মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৫৫ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ -নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে কানকিরহাট বাজারে পিকআপবাহী স্কুল ছাত্রদের পিকনিকের একটি গাড়ীতে সন্ত্রাসী হামলায় ৫ স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্হানীয় লোকজন উদ্ধার করে সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। রক্তাক্ত জখমকৃত আঠিয়া বাড়ীর জাফর আহম্মদের পুত্র ও কানকিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র রবিউল হোসেন (১৫), একই গ্রামের মো: সেলিমের পুত্র ৮ম শ্রেনীর ছাত্র শাহাদাত হোসেন রাসেল (১৫), কেশারপাড় গ্রামের সফিউল্যাহর পুত্র ও একই শ্রেনীর আরমান (১৫) কে সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি ও মাসুম এবং রিয়াদ নামের দুই ছাত্র স্হানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা জানান, গতকাল দুপুরে ১০/১২ ছাত্র একটি পিকআপ যোগে কোম্পানীগন্জের মুছাপুরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলে কানকিরহাট মধ্যবাজারে জ্যামে পড়ে। পেছনে থাকা একটি সিএনজির ড্রাইভার অব্যাহতভাবে হরন বাজাতে থাকে। এসময় তাকে বারন করলে সে গাড়ীতে হামলা চালায়। এসময় স্হানীয় ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা বেলাল ভূঁঞা বিষয়টি মীমাংসা করে দেয়। যানচলাচল শুরু হলে কানকিরহাট চৌরাস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ড্রাইভার সোহাগ ও তুহিনের নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী পুনরায় ওই পিকআপে হামলা চালায় এবং ছাত্রদেরকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত জখম করে।
ছাত্রদের ওপর অতর্কিতে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা বেলাল ভূঁঞা,সাবেক চেয়ারম্যান আবদুল হক,বাজারের ব্যবসায়ী,অভিভাবক, শিক্ষক ও সহপাঠিরা ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন।