মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৩৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ)
নোয়াখালীর সেনবাগে নাজির নগর গ্রাম থেকে বাবলু(২৯) ও শরীফ নেওয়াজ (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।শুক্রবার রাতে সেনবাগ থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে নাজির নগর নুরনবীর চা দোকানের সামনে থেকে ১৯ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন প্রকাশ বাবলু অম্বরনগর গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র ও শরীফ নেওয়াজ দ: মানিকপুর গ্রামের মমিন উল্যার পুত্র।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ক্রয় – বিক্রয়ে জড়িত রয়েছে।
সেনবাগ থানার ওসি মঈন উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।