বুধবার, ১৮ মে ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন
মোঃ আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের অসহায় দুস্থদে মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সোনারহাট দারম্নল উলুম দাখিল মাদরাসা মাঠে সোনারায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় নারী-পুরম্নষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দা পাটোয়ারী এমপি। এ সময় উপসি’ত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, উপজেলা সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউপি সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। সাংসদ শামীম জানান- ঈদের আগে ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার অসহায় নারী ও পুরম্নষদের মাঝে পর্যায়ক্রমে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হবে।