মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভারে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার স্মরণিকা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকায় তার পরিবারের সদস্যদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। ৯৯৯কল করলে পুলিশ শিশুটির সহয়তায় এগিয়ে আসেন।
ঘটনার সময় এলাকাবাসী শিশুটির প্রতিবেশী মিলন নামের এক যুবককে আটক করলেও পরে সে কৌশলে পালিয়ে যায়। মিলন পেশায় একজন টাইলস মিস্ত্রি। সেও ওই এলাকায় ভাড়া থাকত।
এলাকাবাসীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক সাংবাদিকদের জানান, মিলন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে প্রায় দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল। শিশুটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
নতুনবাজার/হেলাল শেখ