বুধবার, ২৫ মে ২০২২, ০৬:২৫ অপরাহ্ন
মো: আজিজুল ইসলাম(ইমরান) সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় যৌতুক মামলায় সালাউদ্দিন সরদার (২৮) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। জরিমানা পরিশোধ করতে না পারলে আরও ছয় মাস সাজ ভোগ করতে হবে। বৃহস্পতিবার (২৮ জুন) বিকালে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সালাউদ্দিন সরদার জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে সালাউদ্দিন সরদারের সাথে শ্রীকলস গ্রামের রমজান আলীর মেয়ে সেলিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় রমজান আলী জামাই সালাউদ্দিন সরদারকে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র দেন। তাদের সংসারে একটি ছেলে সন্তন জন্মগ্রহণ করে। ছেলের বয়স যখন পাঁচ বছর তখন সেলিনা খাতুন আবারও গর্ভধারণ করেন। সাত মাসের অন্তঃস্বত্তাবয় সালাউদ্দিন সরদার তাকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে সেলিনা খাতুন বাবার বাড়িতে ফিরে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালতের নির্দেশে আর নির্যাতন করবেন না মর্মে মুচলেকা দিয়ে সেলিনা খাতুনকে আবার বাড়ি নিয়ে যান সালাউদ্দিন সরদার। কিš‘ ২০১০ সালের ১৭ আগস্ট ফের সালাউদ্দিন সরদার, তার ভাই রবিউল ইসলাম, বাবা বজলুর রহমান ও মা লাইলি বেগম তার উপর ৩০ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এই ঘটনায় ওই বছরের ১৮ আগস্ট নির্যাতনের শিকার সেলিনা খাতুনের মা রেবেকা খাতুন চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় সালাউদ্দিন সরদারকে এ সাজা দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেন আদালত। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।