মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:০৮ অপরাহ্ন
সাতক্ষীরায় মাদক বিরোধী আন্তর্জাাতিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহর প্রতিনিধি:
মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাাতিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন এ ডি এম অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনউদ্দীন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) শেখ শরীফুল আলম, সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম, এস আই বিজয় কুমার মজুমদার,এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিশু কিশোরবৃন্দ প্রমুখ। প্রধান অথিতির বক্তব্যে জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, আগামী প্রজন্ম ও দেশ-জাতির উন্নয়নের স্বার্থে সকলকে মাদকের বিরুদ্ধে সো”চার হতে হবে। মননশীল জাতি হিসাবে নিজেদের গড়ে তুলতে মাদক আমাদের অন্যতম অন্তরায়। মাদক গ্রহনে ভাল কিছু হয়েছে এমন প্রমান নেই। আধুনিকতার নামে যার মাদক ব্যবহার করে তারা আসলে বোকা। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পিতামাতাদের আরও সচেনত হতে হবে। তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে গুরুত্ব দিয়ে। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।