বুধবার, ১৮ মে ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি।
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সিকদার বাড়ীতে দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার বিকেলে হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। এ ঘটনায় রোকসনা বেগম স্বামী ইব্রাহিম সিকদার বাদী হয়ে ৬জনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। আহত সবাই হাসপাতালে ভর্তি । সরোজমিন তদন্তে জানা যায় আঃ হাই সিকদারের মেয়ে ও জামাতা সম্পর্কে আঃ হাই সিকদারের আপন ভাইয়ের ছেলে ইমরান ও কালু এবং চাচাত ভাই মিরাজ বাজে মন্তব্য করলে এ ঘটনার সূত্রপাত হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। উভয় পক্ষ দা’ লাঠি সোঠা নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয় এতে বাদী পক্ষের ৩জন, আসামী পক্ষের ২জন আহত হয়। বাদী পক্ষের আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করে এবং আহত আঃ হাই ও তার স্ত্রী জাহানারা বানারীপাড়া হাসপাতালে ভর্তি হয়। জাহানারা বেগমকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয় এবং আঃ হাইকে ভর্তি করা হয়। আঃ হাইকে হাসপাতালে অবস্থায় থাকা কালীন ডাক্তারের চিকিৎসা পত্র অনুযায়ী এক্সরে করাতে গেলে সেখান থেকে ( আঃ হাই) ১নং আসামী ও তার পুত্র ৪নং আসামী পলাশকে গ্রেপ্তার করে। এদিকে আসামী মালা বেগমের দাবী তার স্বামীকে গত সোমবার রাত ৯টার সময় ( ঘটনার দিন) ৩টি মটর সাইকেলে জোড় করে তুলে নিয়ে যায় এবং এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। বিবাদী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।