মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১৫ অপরাহ্ন
আজিজুল ইসলাম,শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগা কালিয়ানি গ্রামের সাজিদা খাতুনের গত ৫ই জুন মঙ্গল বার রাতে জিনেরা এসে তার মাথার ব্রেনটিউমার অপারেশন করে গেছে।সাজিদার মা ফিরোজা বেগম বলেন জামাই বাড়ীতে অসুবিধা থাকার কারনে আমার বাড়ীতে এসে জিনেরা অপারেশন করে।রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অন্ধকার ঘরে চলে অপারেশনের কাজ।অপারেসনের সময় খসখস শব্দ শুনেছে ফিরোজা।
ভয়পাবে বলে রক্ত ও টিউমার তাদের দেখানো হয়নি।তবে রক্ত মাখা ব্লেড ও তুলো দেখেছে তারা।সেগুলি ফেলেও দিয়েছে হাতেকরে।
সাজিদা খাতুন কালিনি গ্রামের মৃত আব্দুল সর্দারের মেয়ে।তাকে কলারোয়ার জহুরুল ইসলামের সাথে বিয়ে দেয়া হয়।
সাজিদা এখন বাপের বাড়িতে অবস্থান করছে।কতিথ জিনেরা অপরেশন করারপর থেকে তার মাথায় ব্যান্ডেজ বাধা।সে ব্যান্ডেজ কাউকে দেখাচ্ছেনা।ছবি তুলতেও দিচ্ছেনা। তার ও তার পরিবারের কথা জিনেদের বারন আছে, ছবি উঠানো যাবেনা।এখন সে নিয়মিত রোগী দেখবে বলে ঘোষনা দিয়েছে।
এলাকার ছেলে আনোয়ার জানান কলারোয়ায় থানা পুলিশের চাপ থাকায় স্বামী স্ত্রী পরামর্শ করেই স্বীদ্ধান্ত নিয়েছে বাপের বাড়ীতেই রোগী দেখবে।
সাজিদা বলে অপারেশনের পরে সে এখন সুস্থ্যবোধ করছে।স্বপ্নে জীনেরা তাকে রোগী দেখতে বলে।জীনেরা বল্লে সে সবধরনের রোগী দেখবে।৭/৮বছর ধরে তারকাছে জীন রয়েছে।
,