মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহজালাল বিপিএম সহ সিলেট বিভাগের বাকি তিনটি জেলার পুলিশ সুপারদের সাথে সিলেট রেঞ্জের ডিআইজির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ৩১/০৫/২০১৮ইংবৃহস্পতিবার সকালে চুক্তি স্বাক্ষরিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি মোঃকামরুল আহসান বিপিএম চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা বিভিন্ন উন্নত দেশের উদাহরণ চুক্তির গুরুত্ব এবং বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে প্রথমে সিলেট জেলার এসপি মুহাম্মদ মনিরুজ্জামান ডিআইজির সাথে চুক্তি স্বাক্ষর করেন এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজারের এসপি মোহাম্মদ শাহ জালাল BPM। হবিগঞ্জের এসপি বিধান ত্রিপুরা পিপিএম বার এবং সুনামগঞ্জের এসপি মোহাম্মদ বরকতুল্লাহ খান রেঞ্জ ডিআইজি সাথে আলাদা ভাবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র সিলেট রেঞ্জ কার্যালয় পুলিশ সুপার নুরুল ইসলাম এবং সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম।