মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধি ঃ
নেছারাবাদে মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ মাহাবুবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫.৪৮ মিনিটে ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জহুর ছারছীনা দরবার শরীফে দ্বিতীয় নামাজে জানাজা এবং নিজ বাড়ীতে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রসাশনের সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুজিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ অংশ নেয়। পরে নেছারাবাদ থানার এস আই মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ মাহাবুব নেছারাবাদ উপজেলার মাগুরা গ্রামের রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ মাহফুজুর রহমানের ভাই এবং মরহুম আঃ করিম মিয়ার ছেলে।