মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:২৬ অপরাহ্ন
মোত্তালিব সরকার বগুড়া প্রতিনিধি: শেরপুর উপজেলা ভবানীপুর আমিনপুর সাহাপুর গ্রামে গত ১৯/০৬/১৮ইংতারিখে ভবানীপুর ইউনিয়নে আমিনপুর সাহপুর গ্রামে তরুন সমাজের উদ্যোগে এক ঈদ আনন্দ ও মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মাদক বিরোধী সমাবেশে ভবানীপুর ০৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম বক্তব্যে বলেন, মাদক সামাজিক ব্যাধি শুধু সমাজই নয় জাতিকেও ধ্বংস করে। ধ্বংস হয়ে যায় অনেক পরিবার। আর এই মাদক ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে, শুধু দেশের সরকারই নয় আমাদেরও এই মাদক নিধনের অভিযানে এগিয়ে আসতে হবে। এছাড়া আরো বক্তব্য রাখেন সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব, ডাঃ আলাল খন্দকার, জনাব, ইকবাল হোসেন, সমাজ সেবক, জনাব মকুল সরকার, সভাপতি আনন্দ মেলা কমিটি, জনাব, মাসুদ সরকার, শ্রমিকলীগ নেতা। জনাব,সেলিম সরকার, মেলা কমিটি। আনন্দ মেলা ও মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, অনেক দূর দূরান্ত থেকে বাউল দের আগমন ঘটে। এই মেলায় বাউল শিল্পীরা বিভিন্ন বাউল গান গেয়ে, আগত লোকজনদের আনন্দ মাতিয়ে তুলে।মেলা পরিচালনা কমিটি খুব সুন্দর ভাবে মেলা পরিচালনা করেন। মেলার সম্মানিত পরিচালনার কমিটি সদস্য জনাব মাসুদ সরকার বলেন, আমাদের আমিনপুর শাহপুর গ্রাম হোক মাদক মুক্ত,এটা আমাদের তরুন সমাজে আনন্দ মেলা ও মাদক বিরোধী এক্যবদ্ধ সমাবেশ। যা আমরা প্রতিবছর সমাজের মানুষকে সচেতন করতে এ মেলার আয়োজন করবো।