মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:০১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্ট:
এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ নারী দল । এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ বাদে কোনো বড় আসরের শিরোপা জিতলো টাইগার নারীরা। এর আগে কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।
ব্যাট করতে নেমে বাংলাদেশি নারীদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। টি-টোয়েন্টির ফরম্যাটের এ ম্যাচে ইনিংসের শেষ বলে সর্বোচ্চ ৫৬ রান করা ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরকে আউট করেন খাদিজাতু কুবরা। ৪২ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান কৌর। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করতে পারে ভারত।
বাংলাদেশি বোলারদের মধ্যে দুটি করে উইকেট লাভ করেন খাদিজা ও রুমানা আহমেদ। এছাড়া সালমা ও জাহানারা একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়শা রহমানের ব্যাটে আসে ৩৫ রান। একই রানে আউট হন দুই ওপেনার। দ্বিতীয় উইকেট বাংলাদেশ হারায় ৫৫ রানের মাথায়। সেখান থেকে ১১০ রান তুলতে গিয়ে সবমিলিয়ে ৬ উইকেট হারিয়ে বসে লাল-সবুজ জার্সিধারীরা।
শেষ ২ বলে যখন প্রয়োজন ৩ রান তখনই কৃষ্ণামূর্তির বলে আউট হন সানদিজা ইসলাম। পরের বলে ডাবল নিতে গিয়ে রান আউটের কবলে পড়েন রুমানা আহমেদ। শেষ ১ বলে ২ রান প্রয়োজন ছিল। কৃষ্ণামূর্তির বলটি লেগসাইডে ঠেলে দিয়ে ২ রানই পূর্ণ করেন নতুন ব্যাটসম্যান জাহানারা ইসলাম। শেষ বলের এই জয় দিয়ে ৩ উইকেটে ভারতকে হারায় টাইগার নারীরা।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পুনম যাদব।
নতুনবাজার/হেলাল শেখ,১০ জুন ২০১৮