বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
মাহবুবুল আলম নজরুল, কিশোরগঞ্জ: বৃহত্তম ঈদজামায়াতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবারের ১৯১ তম ঈদুল ফিতরের জামায়াতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হবে সকাল ১০টায়। বড় ঈদগাহ, বড় জামাত। বেশি মুসলিস্নর সাথে জামাত আদায় করলে দোয়া কবুল হয়-এমন আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মুসল্লি। দু’বছর আগে ঈদের দিন জঙ্গি হামলার প্রেড়্গাপটে এবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস’া নিয়েছে প্রশাসন।
ঈদকে সামনে রেখে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, ওজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস’তি নিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স’ানীয় প্রশাসন। মাঠ পরিদর্শনও করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
শানিত্মপূর্ণভাবে ঈদজামায়াত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স’ানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন।
২০১৬ সালে জঙ্গি হামলার প্রেড়্গাপটে শানিত্মপূর্ণভাবে ঈদজামাত অনুষ্ঠানে বদ্ধপরিকর প্রশাসন। নিরাপত্তার বিষয়ে কঠোর অবস’ান নিয়েছে তারা। পুলিশ, র্যাব ছাড়াও থাকবে বিজিবি। এ ছাড়া সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও থাকবে। মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরারও ব্যবস’া রাখা হয়েছে। মুসলস্নীদের যাতায়তের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ট্রেনচলাচল করবে।
পুলিশ সুপার মো. মাশরম্নকুর রহমান খালেদ আরটিভি অনলাইনকে জানান, চারসত্মরে নিরাপত্তা ব্যবস’া থাকবে। প্রত্যেক মুসলিস্নকে তলস্নাশির মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান,নিরাপত্তা ব্যবস’াসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস’তি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ।