শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় ইয়াবা ও গাজা ব্যবসায়ী আকবর আটক। বানারীপাড়া থানার এস আই গাজী মোঃ ওহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের তার নিজ বাড়ির বাগানে হইতে মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করেন। এসময় মাদক ব্যবসায়ী আকবর ফরাজীকে নিয়ে তার বাড়ি তল্লাশি করে সর্বমোট দুইশত গ্রাম গাজা উদ্ধার করা হয়।মাদক ব্যবসায়ী আকবর ফরাজী বাইশারী ইউনিয়নের হালিম ফারাজির ছেলে। এদিকে এস আই গাজী মোঃ ওহিদুল ইসলাম নিজে বাদী হয়ে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য আইনে মাদক ব্যবসায়ী আকবর ফরাজির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।