বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৫৪ অপরাহ্ন
আজিজুল ইসলাম,যশোর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার শার্শার বাগআঁচড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বঙ্গবন্ধু
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নোমেন্টে সোনাতনকাটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
একই সময় বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার নির্ধরিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে বাগাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বসতপুর কলোনী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।
খেলার চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ শাখওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আসাদুল ইসলাম মেম্বর, আরিনা খাতুন মেম্বর, আবু তালেব মেম্বর, মতিয়ার রহমান মতি মেম্বর,
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদাক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি ওহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।