মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১২ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন,(পঞ্চগড়), বাংলাদেশ: তেতুলিয়া মডেল থানার অভিযানে ১ বোতল ফেন্সিডিল সহ তেতুলিয়া সমবায় অফিসের এক সরকারী কর্মচারী আটক। আটককৃত ব্যক্তির নাম আকতারুল ইসলাম দুলাল। ভজনপুর নিবাসী দুলাল কে ফেন্সিডিল সেবনের সময় আটক করে মডেল থানার এস আই শওকত আকবর। মডেল থানায় মাদক আইনে প্রচলিত মামলার প্রস্তুুতি চলছে। এদিকে পঞ্চগড় সহ তেতুলিয়ার হাকিমপুর গ্রামে কয়েকটি স্পট বিশেষ করে শহিদুল ও হারুনের বাড়ি থেকে ফেন্সিডিল কিনতে গিয়ে এখন পর্যন্ত আটক হয়েছে কয়েকজন। সেবীরা আটক হলেও মুলহোতা বা বিক্রেতারা আটক হচ্ছেনা কেন? তেতুলিয়াবাসী এর কারন জানতে চায়। পঞ্চগড় সদরে কামাত কাজলদিঘী ইউনিয়নে মো: হেলাল ও ছালাম সহ সদ্য জেল বের হওয়া নবিরুলের চলছে ফেন্সিডিল ব্যবসা। থেকে নেই হাড়িভাসার দেলোয়ার ও দেবীজাদুর শামীমের ফেন্সিডিল ব্যবসা