মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার পাঁচ তলা বিশিষ্ট তিন তলা পৌর সুপার মার্কেটের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৬ জুন (বুধবার) বিকাল ৫টায় পৌর সুপার মার্কেটের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব মো: ইমদাদুল হক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মো: কশিরুল আলম। মেয়র কশিরুল আলম বলেন, আমি পীরগঞ্জ পৌরসভাটিকে B ক্লাস থেকে A ক্লাসে উন্নীত করেছি পৌর বাসীর দোয়া আর ভালবাসায় । আমি মাদক এর বিরুদ্ধে লড়াই করছি । আমি তিন তলা পৌর সুপার মার্কেট করছি, যারা শিক্ষিত ও বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। মেয়র পৌরবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি যেন পীরগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত করতে পারেন। উল্লেখ্য, অর্থায়নে: বাংলাদেশ সরকার ও জাইকা। বাস্তবায়নে : পীরগঞ্জ পৌরসভা।