শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১০ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামছুদ্দিন (সৃজন) নামে এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সামছুদ্দিন সৃজন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৩ তম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সে ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের ইমাম উদ্দিন সবুজের ছেলে।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো: সোহেল রানা জানান, সোমবার দুপুরে সামছুদ্দিন সৃজন চার ছাত্রের সাথে বিশ্ববিদ্যালয়ের দিঘিতে গোসল করতে নামে। অন্য ছাত্ররা গোসল সেরে তাকে রেখে হলে ফিরে যায়। এরপর দীর্ঘক্ষণ তার কোন খোঁজ না পেয়ে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা দিঘিতেও তাকে না দেখে জেলে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দিঘিতে জাল ফেলে তিনঘন্টা চেষ্টার পর তার নিথর দেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।