বুধবার, ২৫ মে ২০২২, ০৮:১৩ অপরাহ্ন
ডি.সি রাকিব: স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের ওপরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দিঘলিয়া উপজেলা নগরঘাটা এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় কামরুজ্জামান জামাল ও তার সাথে থাকা জেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক এড. শাহ আলম আহত হয়েছেন। র্বতমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাস্থলে গুলিবর্ষণের সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ও দু’টি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে ৫/৬টি মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর নিয়ে দিঘলিয়াতে যাচ্ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় ২০/৩০ জনের মতো একদল লোক তাদের গাড়ি বহরে হামলা চালায়। আশপাশের লোকজন ঘটনা দেখে দিগবিদিক ছুটতে থাকে। কিছুক্ষণ পরই ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নগরঘাটা এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও তিনি জানান। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এদিকে হামলায় ঘটনায় আ’লীগ নেতা কামরুজ্জামান জামালসহ দু’নেতা আহত ও ভাঙচুরে নিন্দা জানিয়ে দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী রাতে বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।