বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন কর্মচারি (পিয়ন) হাসান আলীকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের ২৪ জুন রোববার দুপুরে মুন্ডুমালা বাজারে এ ঘটনা ঘটেছে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে শিৰক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। এদিকে এ ঘটনায় শিৰক-কর্মচারি ঐক্য পরিষদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অধ্যৰের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সচেতন মহলের অভিমত কর্মচারি অপরাধ করলে প্রতিষ্ঠানে তার শাস্তির ব্যবস’া করা যেতেই পারে তাই বলে প্রকাশ্যে জুতাপেটা করা মানবাধিকারের স্পস্ট লঙ্ঘন এক জন অধ্যৰের কাছে এমন আচরণ আশা করা যায় না। ছাত্রলীগ নেতা অপূর্ব রায়, গয়ানাথ ও র্ববেল সরকার অভিযোগ করে বলেন, কলেজ কর্তৃপৰের দায়িত্ব অবহেলার কারণে প্রতি বছরই কলেজে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, তানোরের মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর স্কুল পাড়া গ্রামের বাসিন্দা এহেসান আলীর পুত্র হাসান আলী ফজর আলী মোলৱা কলেজে পিয়ন পদে কর্মরত রয়েছেন। স’ানীয়রা জানান, হাসান আলী চলতি শিৰাবর্ষে ডিগ্রী প্রথম বর্ষের বিভিন্ন শিৰার্থীর কাছে থেকে ফরম পূর্বণের জন্য টাকা নিয়ে কলেজে জমা দিয়েছেন। কিন্ত্ত কলেজ কর্তৃপৰের দায়িত্ব অবহেলার কারণে প্রায় ১০ জন শিৰার্থীও ফরম পূর্বণ হয়নি। এ ঘটনায় ডিগ্রী প্রথম বর্ষের শিৰার্থী নিয়ামত আলী কলেজ অধ্যৰের কাছে অভিযোগ করেছেন। এতে ৰিপ্ত হয়ে অধ্যৰ জয়নাল আবেদিন মুন্ডুমালা বাজারে প্রকাশ্য দিবালোকে হাসান আলী চড়-থাপ্পড় ও জুতাপেটা করেছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যৰ জয়নাল আবেদিন বলেন, হাসান আলীর বির্বদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি বলেন,উত্তেজনার বসে তাকে চড়-থাপ্পড় মারা হয়েছে সত্য তবে পা থেকে জুতা খুলা হলেও বাধা দেয়ায় জুতাপেটা করা হয়নি। এব্যাপারে কলেজ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি তিনি মানুষের মূখে শুনেছেন তবে কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, যদি অধ্যৰ কর্মচারিকে শারীরিকভাবে লাঞ্চিত করে তবে সেটা অনৈতিক। এব্যাপারে হাসান আলী বলেন, প্রিন্সিপাল স্যার তাকে জুতাপেটা নয় চড়-থাপ্পড় মেরেছে।