মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্কুলশিক্ষক এবং ঠাকুরগাঁও জেলা আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুরমু (৭৩) নিহত হয়েছেন।
রোববার দুপুরে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পঁচিশ মাইল এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাইসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মুরমু। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। গুরুতর আবস্থায় তাকে প্রাইভেটকারের মালিক উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে রেফার্ড করেন কর্তবরত চিকিৎসক। এসময় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি ০১৭১৭৮৮৯৯৫০