বুধবার, ১৮ মে ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন
মাসুদ রোহান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আগে শুনুন-“শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল তাদেও নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্দোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন সকাল ১০ টায় র্যালিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে রওনা হয়ে ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসকের র্কাযলয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শীলাব্রত কর্মকার,এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আকতারুজ্জাসানের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার খাইরুল আলম, ঠাকুরগাঁও জেলার সিভিল সর্জেন খইরুল কবির, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দ্রপদী দেবী আগরওয়ালা, জনস্বস্থ বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন,জেলা প্রথমিক শিক্ষা অফিসার সহ সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। র্যালিতে ঠাকুরগাঁও জেলার সকল প্রকার সরকারি স্কুল ও কলেজ ,সকল প্রকার সরকারি প্রতিষ্ঠান, সকল প্রকার এনজিও, সকল প্রকার স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান , সরকারি কর্মকর্তা-কর্মচারী গণ র্যালিতে অংশ গ্রহণ করেন।