বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
সুমন খান ।নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ মাদক সেবী আটক করেছেন। গতকাল শুক্রবার বিকালে সাধনার মোড় নিজ বভন থেকে তাকে আটক করা হয়। শহরের সাধনার মোড় এলাকায় অভিযান চালিয়ে আলহাজ্ব মতিউর রহমান এর পুত্র মো: মামুন হোসেন (৫০) নামে এক ইয়াবা সেবনকারী কে সেবনের সরঞ্জামসহ ডিবি পুলিশের এস আই হেলালের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।
ঝালকাঠি গোয়েন্দা বিভাগ ডিবির ওসি মো: কামরুজ্জামান মিয়া জানান, মাদক ব্যাবসায়ী এবং মাদকসেবীর স্থান সমাজে নয় তাদের স্থান হবে জেলে। আমরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি ঝালকাঠী জেলাকে মাদক মুক্ত করার লক্ষে আমরা সকলের সহযোগিতা চাই, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন মাদক মুক্ত সমাজ গড়ি।
তিনি আর ও বলেন আমরা তার অভিভাবকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি মাদক সেবী মামুন হোসেন কে মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করবো।