বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: খুলনাঃ
নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার ছাত্রদল নেতা শিপলু হত্যা মামলার আসামি মোঃ বাবু শেখ (৩০) কে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। র্যাব-৬’র সিপিসি স্পেশাল কোম্পানি ।গতকাল সোমবার বিকেলে র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান স্পেশাল কমান্ডার মোঃ এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে মোঃ আমির আলীর ছেলে মোঃ বাবু শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী ৭.৬৫ পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জুন রাত সোয়া ১০টার দিকে দৌলতপুর থানাধীন দেয়ানা হাসপাতাল গেটের পাশে সন্ত্রাসীরা শিবলু মোল্লাকে কুপিয়ে হত্যা করে। নিহত শিপলু মোল্লা খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লার ভাইপো। এ ঘটনায় নিহত শিপলু মোল্লার পিতা মোঃ ফারুকুজ্জামান ওরফে বাবু মোল্লা বাদী হয়ে দেয়ানা পূর্বপাড়া হাসপাতাল রোডের আমির আলী শেখের ১০ ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৬’র অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার বাবু ওই মামলার এজাহারভুক্ত আসামি।