বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:১২ অপরাহ্ন
মোহাম্মদ মুনতাসীর মামুন
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
বৃষ্টি উপেক্ষা করেই গলাচিপায় জমে উঠেছে ঈদের বাজার।কিছু সময় রৌদ্র আর কিছু সময় বৃষ্টি।এ সব ভোগান্তির মধ্যেও গলাচিপায় পোশাক,গয়না,জুতো,মনোহরি,আতর,টুপি,লাচ্ছা সেমাইয়ের দোকানে জমজমাট বেচাকেনা।উপজেলার চিকনিকান্দি,গলাচিপা সদড়,কলাগাছিয়া,গজালিয়া,পানপট্রি ঘুড়ে দেখা গেছে ক্রেতাদের উপচেপরা ভিড়।গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক বেশি বলে যানান দোকানিরা।গলাচিপা বাহারি ডিজাইন থেকে আসা নাসিমা বেগম জানান ,গত বছরের তুলনায় এ বছর কাপরের দাম অনেক বৃদ্ধিএক দোকান্দার জানান,এ বছর ঢাকা থেকে আমারা কাপর বেশি দামে কিনেছি তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।গত বছরের তুলনায় এ বছর ঈদ দখল করেছে সিনেমা ও সিরিয়ালের বাহারি পোশাক।