শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৩ অপরাহ্ন
লেখক-হেলাল শেখঃ
সোনার মত রূপটি তোমার কাজল বরণ চুল, সাগর দু’টি নয়ন যেন তুমি রাঙা গোলাপ ফুল।
চাঁদের মত মুখটি তোমার-মধুর মত ভাষা, ফুলের মতো মনটি ভেবে তোমাকে দিলাম ভালোবাসা।
ক্ষনিকের এই ভালোবাসা ফেসবুকে পরিচয়, তুমি আজ বহুদুর তবুও মোর মনে হয় তোমার ভালোবাসার স্মৃতির কথা।
তুমি কোথায় আছো, কেমন আছো, কিছুই জানা নেই আমার, তোমাকে ভালোবাসি, ভালোবাসার নামই ভালোবাসা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এখানেই শেষ নয়, ভালোবাসা পেতে হলে, আগে মানুষকে ভালোবাসতে হয়।