মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন
কারাগারে বসেই আত্মীয়দের সঙ্গে ইদ পালন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ এমনকী সেখানে বসেই তাঁদের সঙ্গে বসে খাবারও খেলেন তিনি৷ তিনি অসুস্থ থাকায় তাঁকে ধরে নিয়ে আসতে হয় আত্মীয়দের সঙ্গে দেখা করাতে৷
জানা গিয়েছে, শনিবার দুপুর ২ টো ১৫ মিনিটে তাঁর পরিবারের কুড়ি জন সদস্য তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান৷ কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দার, খালেদার জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু, তাঁর স্বামী শফিউজ্জামান সহ অনেকে৷ তাঁরা খালেদার জিয়ার জন্য তাঁর পছন্দের খাবার নিয়ে গিয়েছিলেন৷ তাঁরা কারাগারে বসেই প্রায় দেড় ঘন্টা সময় কাটান খালেদা জিয়ার সঙ্গে৷
– Advertisement –
খালেদা জিয়ার আত্মীয়রা কারাগার থেকে বেরিয়ে জানিয়েছেন, খালেদা জিয়া যে সব খাবার পছন্দ করেন সেই খাবারগুলোই ইদের দিন বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়েছেন৷ কারাগারে ঢোকার আগে কর্তৃপক্ষ নিয়ে যাওয়াগুলি পরীক্ষা করেন৷ বেগুনি সাদা অর্কিডের একটি ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায় তাঁর আত্মীয়রা৷
খালেদা জিয়া বোন ও ভাইয়ের স্ত্রী একে অপরকে আলিঙ্গন করেন৷ ছোট ভাইসহ তাঁদের সন্তানরা তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ খালেদা জিয়া তাঁর আত্মীয়দের আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরতে বলেন৷ যারা গিয়েছিলেন তাঁদের কাছ থেকে বাকি আত্মীয়রা কেমন আছেন তা খোঁজ খবর তিনি নেন৷
কারাগারের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম শ্রেণির বন্দি হিসেবে খালেদা জিয়াকে ঈদের দিন সকালে দুধের সেমাই, জর্দা ও মিষ্টি দেওয়া হয়েছিল৷ তারপরেই দুপুরে তাঁর আত্মীয়রা তাঁর পছন্দ মত খাবার রান্না করে নিয়ে আসেন৷ এদিন সকাল থেকে কারাগারের বাইরে সকাল ১০ টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়৷
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অপরাধে দোষী স্যাবস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া৷