বুধবার, ১৮ মে ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন
হেলাল শেখঃ
ঢাকার আশুলিয়ায় বিএসসি বনাম বিটিসি’র ফুটবল খেলায় মাসুদুর রহমান সুজন জোড়া গোল করেন। তারপর একটি করে গোল করলেন,শামসুর রহমান, ছাদ্দাম, ও সেলিম মোড়ল। এছাড়াও সব খেলোয়ারের দাপটে বিএসসি ৫-১গোলে জিতেছেন।
প্রথম আক্রমণ-প্রতিআক্রমণে বাঘ হিংহ এর লড়াই হয়। প্রথম ২ মিনিটেই বিএসসি পক্ষে গোল করেন রতন আহম্মেদ। এর পর বিটিসি কিংস দাপটের সাথে খেলতে থাকে। প্রথমে বিটিসি কিংসকে এগিয়ে নেন মাসুদুর রহমান সুজন। এর পর একের পর এক গোল হজম করতে থাকে বিএসসি দল।
বিএসসি বনাম বিটিসি কিংস এই প্রথমবারের মত মুখোমুখি খেলা হল। প্রথম দেখাতেই খুব সহজেই জয় তুলে নিয়েছে বিটিসি কিংস।
২৮ জুন ২০১৮ইং বৃহস্পতিবার দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।
ঢাকার আশুলিয়া বাতানটে মাঠে খেলাটি অনষ্ঠিত হয়, সেখানে শত শত মানুষ এই খেলা উপভোগ করেন।
এ খেলার শেষ দিকেও বিটিসি কিংস তাদের আক্রমণ অব্যাহত রাখে। সৃষ্টি হয় আরো কয়েকটি সুযোগ। পঞ্চম গোল আসে অতিরিক্ত মিনিটে।