শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:০৫ অপরাহ্ন
হেলাল শেখঃ
ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির পানির ট্যাংকের দেয়াল ধসে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, স্থানীয় নুরুল মোহাম্মদ পালোয়ানের ভাড়া বাড়ির টিনশেড আধাপাকা কক্ষের সঙ্গে থাকা পানির ট্যাংকের এক পাশের দেয়াল হঠাৎ করে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে মারা যান মা সেলিনা বেগম ও ৭ বছরের ছেলে সিয়াম। এতে আহত হন টুটুল নামে নিহত ওই নারীর এক ভাই।
পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। নিহত সেলিমা বেগম শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন।
আহত ও নিহতদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার কামালিয়াপাড়া এলাকায়। ডিইপিজেড ফায়ার স্টেশনের অফিসার হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।