শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার সাভারের আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতরের কচুক্ষেত এলাকা থেকে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে অাশুলিয়া থানা পুলিশ।
নিহত ভ্যানচালক নয়ন মিয়া (২৮) যশোরের ঝিকরগাছা থানার গনি মিয়ার পুত্র। সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে ভ্যান চালাতেন সে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আশুলিয়া থানার এসআই মো. ছোটন মিয়া জানায়, নিহত নয়ন বৃহস্পতিবার রাত ২টার দিকে কাজের কথা বলে ঘর থেকে বের হয়। তারপর পরিবার তার খোঁজ পাচ্ছিল না।
আজ সকালে পরিবারের লোকজন লোকমুখে শুনে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতরের কচুক্ষেত এলাকায় গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খুনিরা তাকে অন্য কোথাও খন করে লাশ এখানে এনে ফেলে গেছে হয়ত। নিহতের মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। মাথা কাদামাটির মধ্যে চাপা দেওয়া অবস্থায় ছিল।
গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানায়, কচুক্ষেতের ওই এলাকাটি স্মৃতিসৌধের মূল স্তম্ভ থেকে এক কিলোমিটারের বেশি দূরে দক্ষিণ পশ্চিম দিকে। প্রায় নির্জন ওই এলাকায় তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সেখানেই লাশ পাওয়া গেছে বলে তিনি জানান।