বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৫৪ অপরাহ্ন
মোঃ আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তারাপুর ইউনিয়নের দক্ষিণ নিজাম খাঁ গ্রামের মজিবুর রহমানের ছেলে গাঁজা ব্যবসায়ী পলাতক আসামি মঞ্জু মিয়াকে তার বাড়ি থেকে এবং পৌর সভার ৩নং ওয়ার্ডের নজির হোসেনের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী পলাতক আসামি শফিকুল ইসলামকে হাসপাতাল মোড় থেকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। দীর্ঘদিন থেকে তারা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিল। ওসি আতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।