বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্দোগে আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখা, চোরাচালান-নিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেহা ফেরদৌস। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড মোজাফ্ফর হোসেন, শার্শা থানার ওসি (তদন্ত) তাজকীন আহম্মেদ, বেনাপোল বন্দর থানার ওসি (তদন্ত) ফিরোজ আহম্মেদ, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন শান্তি, বাগআঁচড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরিনা খাতুন,বাগুড়ী আম বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ,বেনাপোল বন্দর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ রাসেল ইসলাম ও সাংবাদিক শাহারিয়ার হুসাইন সহ বিজিবি কর্মকর্তা, বিভিন্ন বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।