বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক-হেলাল শেখঃ
রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (৩০ মে) বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ চুরি হওয়া ১৮টি মোটরসাইকেল উদ্ধার করেছেন পুলিশ।
উক্ত আটকৃতরা হলেন- মোঃ ইমরান তালুকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ আকরাম।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘বিআরটিএ’র কর্মকর্তাদের সিল জালিয়াতি করে চোরাই মোটরসাইকেলের নকল কাগজ তৈরি করে সেগুলো ঢাকা ও ঢাকার বাইরে নিয়ে বিক্রি করতো এই চক্রের সদস্যরা।’
তিনি আরও বলেন, এই চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরির আগে চালককে ফলো করে। সে কোথায় কোথায় যায়-কি করে, কোন পথে চলাফেরা করে এ বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের পর তারা চুরির জন্য অগ্রসর হতো। চালক যখন কোনও জায়গাতে মোটরসাইকেল পার্কিং করে রেখে যায়, তখন ওই চক্রের এক সদস্য চালককে ফলো করে। অপর সদস্য মোটরসাইকেল ফলো করে। আর তখন এক সদস্য খুব স্মার্টলি এসে কৌশলে মোটরসাইকেলের লক খুলে দ্রুত স্টার্ট করে নিয়ে পালিয়ে যায়। বিশেষ করে পুরো এই প্রক্রিয়া সম্পন্ন করতে চোর চক্রের সদস্যদের মাত্র তিন মিনিট লাগে।
উক্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই পুলিশ অফিসার জানান।