বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ার বন্দর বাজারের পুরাতন ব্যবসায়ী ও বাকেরগঞ্জ উপজেলার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কাজী হেদায়েত হোসেন মুক্তি কাজী (৪৮) শনিবার সকাল ৮.৪০ মিনিটের সময় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না……..রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওই দিন বিকেল সাড়ে ৫টায় সলিয়াবাকপুর আব্দুর রব ঈদগাহ মাঠে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা সহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদার, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, শের-ই-বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, জাসদ সভাপতি শ্যামল মাষ্টার, সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।