বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১২ অপরাহ্ন
নুরনবী রহমান বগুড়া থেকেঃ
২৫ মে শুক্রবার রাত ১টার দিকে ১ম বগুড়া সদর চারমাথা বাইপাসের ইজতেমা ময়দানের দক্ষিণ দিকে ট্যাংক সেতুর পাশে একদল সন্ত্রাসী অস্ত্র ও মাদক ব্যবসায়ী জমায়েত হয়েছে জানতে পেরে জেলা গোয়েন্দা শাখার একটি দল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তী
এর নেতৃত্বে ইন্সপেক্টর আসলাম,এস আই নাছিম সহ সেখানে যাওয়ামাত্রই দুষ্কৃতকারীরা গুলি চালালে পুলিশ আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এতে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশদল ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করার পথে দেহ তল্লাশি করে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ডিবির এএসআই শওকত এবং কন্সটেবল কাবিল আহত হয়। তাদের পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম নয়ন(৩২), পিতা আঃ রহমান। বাড়ি নিশিন্দারা মধ্যপাড়া। ডান পায়ে গুলি লাগলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
থানার রেকর্ড দেখে জানা যায় তার নামে অস্ত্র আইনে ২টি,মাদক আইনে ৬টি সহ মোট ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।