মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
গতকাল সোমবার ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই তিন প্রদেশে গতকাল বিকেলের পর বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, বিহারের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে অন্তত ১৬ জন মারা গেছে। এর মধ্যে ৮ জন বজ্রপাতে ও ৮ জন বিদ্যুৎস্পৃষ্টে। একই কারণে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ১২ জনের মৃত্যু ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। এছাড়া উত্তর প্রদেশের কয়েকটি এলাকায় আরো অন্তত ৯ জনের প্রাণহান ঘটেছে।
মুখ্যসচিব অভিনিশ আওয়াস্থি জানিয়েছেন, সোমবার রাতে উন্নাওতে বজ্রপাতে পাঁচ জন নিহত ও চার জন আহত হন। পাশাপাশি বজ্রপাতে কানপুরে দুই জন ও রেবরেলিতে আরও দুই জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বারাবানকি, গোরখাপুর, কুশিনগর ও আজমগর জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে।
চলতি মাসের প্রথমদিকে ভারতের কয়েকটি রাজ্যজুড়ে ব্যাপক বজ্রঝড়ে ১৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন।