বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:০৩ অপরাহ্ন
ইমদাদুল হক, পাইকগাছা ,খুলনা হক॥ পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ ৩ যুবককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। সোমবার দুপুরে থানার এসআই মোমিনুর রহমান অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী গ্রামের মঈন উদ্দীন গাজীর ছেলে হাসান গাজী (২৫) কে গাঁজা সহ হাতেনাতে আটক করে। এরআগে রোববার অভিযান চালিয়ে দেবদুয়ার গ্রামের তিতুখানের ছেলে রাসেল খান (২০) কে ২০ গ্রাম গাঁজা সহ আটক করে। এ ঘটনায় থানায় দায়ের করা হয়, মামলা নং ৪০, তাং ২৭/০৫/২০১৮ ইং। অপরদিকে শনিবার অভিযান চালিয়ে উপজেলার রাড়-লী গ্রামের নূর বক্স সরদারের ছেলে কামরুল ইসলাম সরদার ওরফে ডন কামরুল (৩৭) কে ৫ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা সহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ৩৮, তাং ২৬/০৫/২০১৮ ইং। আটককৃতদের পৃথক ৩টি মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।