মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
মোঃ বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ গত ৬ মে সারা দেশে এস এস সি পরীক্ষার ফলা ফল প্রকাশ হয়। এমন একটি খুশির দিনে চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী ইউনিয়নের কালিগঞ্জ শুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিথী রাণী(১৫)। এস এস সি পরীক্ষায় পাশ না করায় গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান বিথী রাণীর বাবা ধীরেন। তিনি বলেন একটি বিষয়ে ফেল করায় আমার মেয়ে আত্মহত্যা করে, সে খুব আদরের ছিল, ফেল করায় তাকে কোন রাগারাগী করা হয়নি, সে হঠাৎ করে এটি কেন করলো, এবার পাশ করেনি আগামীতে আবার পরীক্ষা দিতো, কেন তুই এমনটি করলি মা, কান্নায় কান্নায় এমনিটি বলছে বিথীর বাবা। বিথীকে অতি তারাতারি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আবু সায়েম বিথীকে মৃত ঘোষণা করেন।