বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:১৮ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দন্ডপাল ইউনিয়নের কামাতপাড়া গ্রামের ৯নং দেবীডুবা ইউনিয়নে ভাড়াটিয়া জমির উপর গড়ে উঠেছে একটি ড্রাম ভাটা। মালিকের নাম শ্রী লিটু চন্দ্র রায় পিতা- মৃত সত্যেন চন্দ্র রায়, সাং – কামাত পাড়া, ৯নং দেবীডুবা ইউনিয়নের দেবীগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা । একজন আদর্শবান কৃষক মোঃ চান মিয়া ইউনিয়নের দেবীগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা । উনার আবাদি জমির ফসল নষ্ট হওয়ার কারণে স্থানীয় চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন । অভিযোগ করে কোন সুরাহা পায়নি, না পাওয়ার কারণে ১৩-০৫-২০১৮ ইং তারিখ রবিবার সময় ১২:০০ টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ প্রেরন করেন এবং লিখিত অভিযোগ টির অনুলিপি হিসাবে পঞ্চগড় রিপোর্টাস ক্লাবের সভাপতি/সাধারন সম্পাদকের কাছে লিখিত অভিযোগ টি প্রেরণ করেন তাই সাংবাদিক সর জমিন তদন্ত করতে গিয়ে দেখা যায়। একটি ভাটা নয় গড়ে উঠেছে দুটি ড্রাম ভাটা আর একটি ভাটা মালিকের নাম পরিমল বাবু দেবীগঞ্জ থানার ৯নং দেবীডুবা ইউনিয়নের গালান্ডি সরকার পাড়া গ্রামে আর একটি ভাটা দেখা যায়। এই ব্যপারে ভাটা মালিকদের সাথে দেখা করে বক্তব্য নিতে চাইলে উনারা সাংবাদিকের সামনে কোন প্রকার মত প্রকাশ করেন নি। প্রায় ৩০ একর বাদাম, ভুট্টা ৫ একর , ১০ একর মরিচ,প্রায় ৯ একর ধান ক্ষেত আম, কাঠাঁল, লিচু ,সুপারি সহ অন্যান্য ফলন- গাছ পালা দিন দিন তলিয়ে যাচ্ছে। এই ব্যপারে পঞ্চগড় জেলা কৃষি উপ-পরিচালক মোঃ সামসুল হক উনার সাথে কথা বললে তিনি বলেন আবাদি ফসল নষ্ট হওয়ার কারন ড্রাম ভাটা দূষিত ফ্লরিন কার্বন -মনোঅক্সাইড , সালফার ডাই-অক্সাইড এর কারনে আবাদি ফসল নষ্ট হয়।