মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:০৮ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে দূর্বার সময় বড় কম। অর্থের অভাবে মরন ব্যাধী ক্যান্সারে কলকাতা থেকে ফেরত আসছে। পঞ্চগড়ে সকলের প্রাণের দাবী পঞ্চগড়ের ছোট দূর্বাকে বাঁচাতে এগিয়ে আসুন। দূর্বারা দু’বোন, তার বাবা সৈয়দ আল হাসান সুজনের ধাক্কামারা, পুরাতন পঞ্চগড় দূর্বার জীবনের এক করুন কাহীনি, মৃত্যুর সময় তার গর্ভধারীনি মাও নেই তার পাশে, কিন্তু বাবা সুজন মায়ের অভাবটুকু পূরন করে চলছে। দূর্বা(৯) বয়সী একটি ছোট মেয়ে ক্যান্সারে তার সকরুন চোখে সুন্দর এই পৃথিবীতে আপনার আমার মতো বেঁচে থাকার স্বপ্ন জ্বলজ্বল করছে, আসুন তাকে সহযোগীতা করি। দূর্বা সহযোগীতার তহবিল: সঞ্চয়ী হিসাব নং- ০১০০১৩২৬৬৮৫৪৪, জনতা ব্যাংক লিমিটেড, পঞ্চগড় শাখা। বিকাশ নং- ০১৮১৯৮২৩৫৮৯, মোবাইল নং- ০১৭১৯৪৭০২০১।