বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১৫ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার পুরাতন পঞ্চগড়ে ধাক্কামারা সকলের পরিচিত সুজনের মেয়ে আট বছর বয়সের “দুর্বা” দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দ্রুত বোনমেরো ট্রানসপ্লানটের মাধ্যমে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব বলে ডাক্তাররা আশ্বাস দিলেও এত টাকা তার বাবা, “সুজন” এর পক্ষে সংগ্রহ সম্ভব নয়। পঞ্চগড়ের জনগন দুর্বাকে সহযোগিতা করতে চায়, কিন্তু কি ভাবে। তাই নিয়ে আলোচনা অদ্য ১৯মে/১৮ তারিখ বিকাল ৩টায়, পঞ্চগড় শিশু একাডেমীতে, আপনিও আসুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা!