বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:১৩ অপরাহ্ন
আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর দুই সদস্যকে নির্যাতন করতে সিআইএ’কে অনুমতি দিয়ে জঙ্গি সদস্যদ্বয়ের অধিকার লঙ্ঘন করেছে দুই ইউরোপীয় দেশ- লিথুয়ানিয়া ও রোমানিয়া। সম্প্রতি এক রায়ে এমনটা জানিয়েছে, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস(ইসিএইচআর)। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, আল-কায়েদা সদস্য আবু জুবায়দাহ ও আব্দ আল-রাহিম আল-নাসিরিকে ৯/১১ হামলার দায়ে যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে লিথুয়ানিয়া ও রোমানিয়ায় সিআইএ’র দু’টি কারাগারে বন্দি করে তাদের ওপর নির্যাতন চালানো হয়। বর্তমানে তারা গুয়ানতানামো বে কারাগারে বন্দি রয়েছে।
ইসিএইচআরের রায়ে বলা হয়েছে, রোমানিয়ায় ২০০৩-২০০৫ সাল পর্যন্ত সিআইএ’র একটি কারাগার সক্রিয় ছিল। সেখানে আব্দ আল-নাসিরির ওপর পর্যায়ের কঠিন নির্যাতন চালানো হয়।
রায়ে আরো বলা হয়, আব্দ আল-নাসিরির ওপর চালানো অমানবিক নির্যাতনে সিআইএ’কে সহায়তা করেছিল রোমানিয়া। লিথুয়ানিয়ার বিরুদ্ধেও একই রায় দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, লিথুয়ানিয়ায় ২০০৫-২০০৬ সাল পর্যন্ত সিআইএ’র একটি কারাগার সক্রিয় ছিল। সেখানে আবু জুবায়দাহকে নির্যাতন করা হয়েছে।
সিআইএ’র নথিপত্র উদ্ধৃত করে বিচারকেরা বলেন, বন্দি-দ্বয়কে চোখ বেধে রাখা হয়েছিল, নির্জন কারাবাসে রাখা হয়েছিল, শেকল দিয়ে বেধে রাখা হয়েছিল ও তীব্র আওয়াজ ও আলো ব্যবহার করে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। জঙ্গি দুইজনের কারাগার পরিবর্তনে ব্যবস্থা করে দিয়েছিল লিথুয়ানিয়া ও রোমানিয়াই।
ইসিএইচআরের রায়ে বলা হয়, দেশ দুইটি নির্যাতন বিষয়ক ইউরোপীয় আইন লঙ্ঘন করেছে।
আবু জুবায়দাহ একজন রাষ্ট্রবিহীন ফিলিস্তিনি বংশোদদ্ভূত। তার জন্ম সৌদি আরবে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে নব্বই এর দশকে আল-কায়েদার হয়ে নতুন সদস্য নিয়োগ দেয়া বিষয়ক প্রধানের কাজ করতো। এমনকি পরবর্তীতে জুবায়দাহ জঙ্গি গোষ্ঠীটির প্রধান হামলার পরিকল্পনাকারীদের একজন ছিল।
অন্যদিকে, আব্দ আল-নাসিরির জন্ম সৌদি-আরবে। তার বিরুদ্ধে অভিযোগ, সে উপসাগরীয় অঞ্চলে আল-কায়েদার অভিযানের নেতৃত্ব দিতো।