মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
আজিজুল ইসলাম,শার্শা প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার সকালে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদের সচিব এসএম জাহাঙ্গীর আলম ২ কোটি ৪৬ লক্ষ ৯ হাজার ৭ শত ৯ টাকা আয়, ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার ৩ শত ৯ টাকা ব্যায় ও ৩০ হাজার ৪ শত টাকা উদ্বৃত্ত রেখে ২০১৮-১৯ অর্থ বছরের ইউনিয়নের বাজেট ঘোষনা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহান আলী, সাধারণ সম্পাদক মাস্টার এবিএম আদম শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহাসীন আলী,
আহসান হাবীব মেম্বর, হাসমত আলী মেম্বর, আলেয়া খাতুন মেম্বর, মমতাজ খাতুন মেম্বর, লাইলি খাতুন মেম্বর, মোহাম্মদ আলী মেম্বর, মাছুয়ার মেম্বর, মুজিবর মেম্বর ও হাবিবুল্লাহ মেম্বর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।