মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৩১ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি:-
গতকাল বুধবার দুপুরে ভুঞাপুরের গোবিন্দাসী এলাকায় অভিয়ান চালিয়ে এলাকার চিন্হিত জুয়ড়ি রফিক কে সহ ৬ জন কে গ্রেফতার করে ভুঞুাপুর থানা পুলিশ, কিন্তুু রহস্যজনক কারনে রফিক কে রাতেই ছেরে দিয়ে বাকি ৫ জন জুয়াড়ি ১। মোঃ বাহার আলী (৫০), পিতা- মৃত আইনুদ্দিন, ২। মোঃ আরিফুল ইসলাম ওরফে বাদশা (৩৮), পিতা- মৃত খোদা বক্স, উভয় সাং- কোকাদাইর, ৩। মোঃ কাজিমুদ্দিন (৪৫), পিতা- মৃত খাদেম আলী আকন্দ, সাং- কষ্টাপাড়া, ৪। মোঃ কামাল খন্দকার, পিতা- মৃত তারা খন্দকার, সাং- গোবিন্দাসী, ৫। মোঃ আঃ কুদ্দুস (৩৮), পিতা- দুলাল তালুকদার, সাং- মাটিকাটা, সর্ব থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল। আসামি দের ৫ জন কে কোর্টে পেরন করেন। সকল জুয়াড়িদেরকে গোবিন্দাসীর গুরুর হাট সংলগ্ন ট্রাক শ্রমিক অফিসের পশ্চিম পার্শ্বে হইতে গ্রেফতার দেখিয়ে বৃহঃপ্রতিবার
সকাল ১০ ঘটিকার সময় আদালতে প্রেরণ করা হয়।
এলাকাবাসী তথ্য মতে উক্ত রফিকের নেত্রিত্বেই প্রতিদিন বসতো জুয়াড় আসর, পুলিশ রফিক কে ঘটনাস্হল থেকেই হাতে নাতে গ্রেফতার করেছিলো।